ঈদের পরের দিন দুপুরে ঘুরতে যাওয়ার পথে অটোরিকশা স্ট্যান্ডে গাড়ির মধ্যে একটি ব্যাগ দেখতে পান মোহাম্মদ মুছা। খুলে দেখলেন কয়েক লাখ টাকা, স্বর্ণালঙ্কার, সাথে একটি মোবাইলও। কয়েকঘণ্টার ব্যবধানে মালিককে খুঁজে বের করে সম্পূর্ণ টাকা ও স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থী।
মঙ্গলবার (১৮ জুন) ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘটেছে।
মুছা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র। তিনি বাঞ্ছারামপুর উপজেলার ইছাপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে ঘুরতে বের হয়ে উপজেলার মরিচাকান্দি থেকে একটি টাকা ভর্তি ব্যাগ পান। পরে নিজের কাছে লুকিয়ে না রেখে ফেসবুকে পোস্ট দিয়ে কয়েকঘণ্টার মধ্যেই মালিককে খুঁজে ফিরিয়ে দিয়েছেন।
মুছা বলেন, ব্যাগটিতে ২ লাখ ২৩ হাজার টাকা সঙ্গে বেশ কিছু স্বর্ণালঙ্কার এবং একটি দামি মোবাইলও ছিল। পরে বাড়িতে এসে পরিবার ও বন্ধুদের জানাই, ফেসবুকেও একাধিকবার পোস্ট দেই। খোঁজ চালাতে থাকি আসল মালিকের। একপর্যায়ে ব্যাগে থাকা হাবিবা আক্তার নামে একটি জন্মসনদ দেখতে পাই। কয়েকঘণ্টার মধ্যে খোঁজ পেয়ে ওনার বাবা যোগাযোগ করলে সম্পূর্ণ টাকা ফিরিয়ে দেই। সবশেষে সফল হয়েছি, দায়মুক্ত লাগছে নিজেকে।
হারানো সম্পদ ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হাবিবা আক্তারের বাবা হান্নান মিয়া। তিনি জানান, টাকা হারিয়ে তার পরিবার বিপর্যস্ত ছিল। এখন সবার মনে স্বস্তি ফিরে এসেছে। মুছার প্রতি চির কৃতজ্ঞ থাকব।