পটুয়াখালী মির্জাগঞ্জে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক তানভীর হাসানের নির্দেশে কৃষকের ২২ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।
গতকাল শুক্রবার বিকেলে মির্জাগঞ্জ উপজেলার চরখালী গ্রামের কৃষক মো. সানু হাওলাদারের জমির ধান কেটে বাড়িতে তুলে দেন তারা।
এতে নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আদনান হোসেন শাওন। তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে দিয়েছি। বর্তমানে মির্জগঞ্জে শ্রমিকের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে মুগডাল তোলার শ্রমিকের সংকট এবং পাকাঁ ধান কাটা শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলেন না এ কৃষক। পরে আমরা জানতে পেরে তার ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি।
তিনি আরো বলেন, দেশের মানুষের দুঃখ-কষ্টে, বিভিন্ন দুর্যোগে সব সময় ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।
আমাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে।
কৃষক সানু হাওলাদার বলেন, আমার পাকা ধান কাটতে শ্রমিকের মজুরি লাগতো। ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছে বিনামূল্যে। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
ধান কাটার সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মো. নুরুল হক মৃধা,সাকিব, শাওন সরদার, ছাব্বির, খায়রুল,হাসান, রফিক, মোল্লা, ইমরান মোল্লা, রাহাত মোল্লা, রবিউল, রাজু, রিয়াত, ইমাদুলসহ অনেকে।