কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুমন কুমার রায়ের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতারা।
বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামের কৃষক আফজাল হোসেনের ৩৫ শতক জমি পাকা ধান কেটে ঘরে তুলে দেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৈরি আবহাওয়ার খবর পেয়ে ওই কৃষক শ্রমিক ও টাকার অভাবে পাঁকা ধান কাটা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন আফজাল হোসেন। ঠিক সেই সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশে ছাত্রলীগ রাজারহাট উপজেলা একদল নেতাকর্মী।
কৃষক আফজাল হোসেন দৈনিক শিক্ষাডটকমকে জানান, এলাকায় ধান কাটামারার কামলা পাওয়া যায় না। বার বার কাল বৈশাখীর ঝড়ের খবর পাওয়া যাচ্ছে। ধান কাটা নিয়া চিন্তায় ছিলেন তিনি। ঠিক এ সময় রাজারহাটের শিক্ষিত ছাত্রলীগের ছেলেরা বিনামূল্যে জমির পাকা ধান কেটে মারাই করে দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজারহাট উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানান কৃষক আফজাল।
ছাত্রলীগ নেতা সুমন কুমার রায় দৈনিক শিক্ষাডটকমকে বলেন, দেশের ক্রান্তিলগ্নে ছাত্রলীগ সক্রিয় ভূমিকা পালন করে আসছে, আমরা খবর পেয়েছি কৃষক আফজাল হোসেন টাকার অভাবে ধান কাটতে পারছেন না। তাই আমরা এই কৃষকের ধান কেটে দিলাম। আমাদের এই কাজ চলমান থাকবে।শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।