দেশের গুচ্ছভুক্ত ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ২৩ জন শিক্ষার্থী। গত সোমবার (১০ জুলাই) গুচ্ছ কৃষি ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের সময় শেষ হয়েছে।
ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, গুচ্ছভুক্ত ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা তিন হাজার ৫৪৮টি। এর বিপরীতে ৮৪০৫১ টি আবেদন জমা পড়লেও নির্দিষ্ট আবেদন ফি পরিশোধ করেছেন মোট ৮১২১৯ জন ভর্তিচ্ছু। গতবারের চেয়ে আবেদন সংখ্যা বেড়েছে ২০৭২টি, পাশাপাশি বেড়েছে ৯ টি আসন। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়াই করবেন ২২.৮৯ জন শিক্ষার্থী।
এবার ৮ টি মুল কেন্দ্র ও ৩টি উপকেন্দ্রে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে। ৮টি মুল কেন্দ্রের মধ্যে বাকৃবি কেন্দ্রে ১২৬২০, বশেমুরকৃবি কেন্দ্রে ৭০০০, শেকৃবি কেন্দ্রে ৭৫০০, সিকৃবি কেন্দ্রে ৪২০০, হকৃবি কেন্দ্রে ৪১১, সিভাসু কেন্দ্রে ২০০০, পবিপ্রবি কেন্দ্রে ৪০০০ ও খুকৃবি কেন্দ্রে আসন পড়বে ২০০০ জন শিক্ষার্থীর।
এছাড়াও ৩টি উপকেন্দ্রের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৬৮১৭, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০০৪২ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন পড়বে ৪৬২৯ জন ভর্তিচ্ছুর। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির আসন বিন্যাস বিষয়ক উপকমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মাসুদ আলম। এছাড়াও বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৫ জুলাই কৃষি গুচ্ছের ওয়েবসাইটে পূর্ণ আসন বিন্যাস প্রকাশিত হবার কথা রয়েছে।
উল্লেখ্য, আগামী ৫ই আগস্ট চতুর্থ বারের মত অনুষ্ঠিত হতে যাওয়া কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় দায়িত্ব পালন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। গতবছরের ন্যায় এবছরও ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কৃষি গুচ্ছভুক্ত ৮টি বিশ্ববিদ্যালয় হলো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি); বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়(বশেমুরকৃবি); শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,(শেকৃবি); পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,(পবিপ্রবি); চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়,(সিভাসু) ; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়,(সিকৃবি); খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, (খুকৃবি) ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হকৃবি)।