কেজির রেজিস্ট্রেশন হয়রানিমুক্ত করার দাবি - দৈনিকশিক্ষা

কেজির রেজিস্ট্রেশন হয়রানিমুক্ত করার দাবি

দৈনিকশিক্ষা ডেস্ক |

সকল কিন্ডারগার্টেন (বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের) রেজিস্ট্রেশন প্রক্রিয়া হোক হয়রানি মুক্ত করার দাবি জানিয়েছে, বাংলাদেশ কিন্ডারগার্টেন আসোসিয়েশন। গত শুক্রবার সকালে রাজধানীর বারিধারায় দেশের কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়ে বক্তারা এ দাবি জানান। 

সংগঠনের চেয়ারম্যান আলহাজ নুরুজ্জান কায়েসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা, ঢাকার সাবেক বিভাগীয় উপ-পরিচালক ইন্দু ভুষণ দেব। প্রধান আলোচক ছিলেন এবি ইউ ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ নবাবগঞ্জ এর প্রতিষ্ঠাতা মানিক কুমার সেন, বিশেষ অতিথির বক্তব্য দেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি ও সম্পাদকীয় উপদেষ্টা দৈনিক শিক্ষা ডটকম মো. সিদ্দিকুর রহমান, সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব লায়ন তাজুল ইসলাম নজরুল।

এ সময় আরো বক্তব্য দেন শিক্ষক নেতা অমিত হাসান, মো. আলী হোসেন (প্রাক্তন চেয়ারম্যান বাড্ডা ইউনিয়ন ), রোকসানা মজুমদার , রওনক আরা , সাইফুল ইসলাম, মো. বায়োজিদ , মাওলানা আসাদউল্যা প্রমুখ। 

তাজুল ইসলাম নজরুল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনা শিশু শিক্ষার বিষয়ে অত্যন্ত আন্তরিক। অথচ তার সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্ডারগার্টেনের সঙ্গে বিরূপ আচরণ করে যাচ্ছে।

প্রধান আলোচক মানিক কুমার সেন বলেন, এ বি ইউ ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, নবাবগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনকে সবধরনের কাজে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন।

মো. সিদ্দিকুর রহমান বলেন, নীতি নিধারণ পর্যায়ে শিশু শিক্ষায় দক্ষ, অভিজ্ঞ, প্রশিক্ষণপ্রাপ্ত জনবলে সংকট। এর ফলে প্রাথমিক শিক্ষা প্রায়ই হোঁচট খাচ্ছে। তিনি এ সংকট দূরীকরণের জন্য প্রাথমিক শিক্ষায় ক্যাডার সার্ভিস সৃষ্টি করার দাবি জানান। ২০১০ খ্রিষ্টাব্দের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষা ১ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত। জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে উচ্চবিদ্যালয় ও কলেজের প্রাথমিক শাখা বিলুপ্ত করার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে ইন্দু ভুষণ দেব বলেন, বর্তমান শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ওপর ভরসা রাখুন। এ সরকার প্রাথমিকের সমাপনী পরীক্ষা, বিনামূল্যে বই প্রদানসহ রেজিস্ট্রেশনের সুযোগ করে দিয়েছেন। এ সরকার অবশ্যই কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে। 

আলহাজ নুরুজ্জামান কায়েস কিন্ডারগার্টেন স্কুলে ক্লান্তিকালে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 
 

 

সিটি কর্পোরেশন এলাকাভূক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ - dainik shiksha সিটি কর্পোরেশন এলাকাভূক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধের নির্দেশনা - dainik shiksha দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধের নির্দেশনা সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ - dainik shiksha সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহ অনির্দিষ্টকাল বন্ধ - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহ অনির্দিষ্টকাল বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকাল বন্ধ ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত - dainik shiksha ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা - dainik shiksha আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত শিক্ষার্থীর পরিচয় মিলেছে - dainik shiksha ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত শিক্ষার্থীর পরিচয় মিলেছে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0029571056365967