দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব চিন্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের কমিশনার কাজী জেবুন্নেছা বেগম। বিশেষ অতিথি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রিয়াদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের কমিশনার আনজুমান আরা। বক্তব্য দেন ঢাকা জেলা কমিশনার মোছা. কামরুন্নাহার। প্রোগ্রাম উপস্থাপনায় ছিলেন জাহরা তুস মেহের ঐক্য।
প্রসঙ্গত, বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস-এর প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল ও বিশ্ব চিফ লেডি ওলেভ বেডেন পাওয়েল-এর যুগ্ম জন্মদিবস ২২ ফেব্রুয়ারি। বিশ্বব্যাপী গাইড সদস্যরা তাদের জন্মদিবসকে ‘বিশ্ব চিন্তা দিবস’ হিসেবে উদযাপন করে। এই দিবস উপলক্ষে গাইডরা পরস্পরকে স্মরণ করে, তাদের গাইড প্রতিজ্ঞা নবায়ন এবং চিন্তা দিবসের চাঁদা দিয়ে গাইড কর্মসূচিতে প্রাণ সঞ্চার করে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।