পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, কোটা আন্দোলনকারীরা রোববার রাতে যে ধরনের স্লোগান দিয়েছে, তা রাষ্ট্রবিরোধী স্লোগান। এতে স্পষ্ট কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকে গেছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই দেশে রাজাকারের পক্ষে স্লোগান, এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। এটি সরকার বিরোধী নয়, এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। একইসঙ্গে সেখানে সরকারবিরোধী, প্রধানমন্ত্রীবিরোধী স্লোগান দেওয়া হয়েছে। এতে স্পষ্ট কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকে গেছে।
তিনি বলেন, বিএনপি-জামায়াতসহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা কোটা আন্দোলনে ঢুকেছে। তাদের পরিকল্পিত কিছু মানুষ সেখানে নেতৃত্ব দিচ্ছে। আমরা যেটি বলেছিলাম সেটি তারা গতকাল স্পষ্ট করেছে। এটি আসলে কালকের স্লোগান এবং কালকের যে সমস্ত ঔদ্ধত্বপূর্ণ স্লোগান এবং বক্তব্য, এতে প্রমাণিত হয় এটি কোটাবিরোধী আন্দোলন নয়। এটি রাষ্ট্রবিরোধী, সরকারবিরোধী আন্দোলনে রুপ দেয়ার চেষ্টা করা হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ব্যবহার করা হচ্ছে। কিছু নেতা এবং বাইরে থেকে বিএনপি-জামায়াতসহ অন্যরা সেখানে ইন্ধন দিচ্ছে।
সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, অর্থনৈতিক খাতে দেশটির বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। চট্টগ্রামে সৌদি আরবের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দ্রুত বিনিয়োগের জন্য সৌদি আরবের রাষ্ট্রদূতকে আহ্বান জানানো হয়েছে।