সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় শুরু হওয়া এই অবরোধে ঢাকা ও চট্টগ্রামমুখী দুই লেনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে দুপাশে অন্তত ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন রাশেদ ইবনে নূর।
বিশ্ববিদ্যালয়ের বাংলা ১৮-১৯ সেশনের শিক্ষার্থী রাশেদ ইবনে নূর বলেন, ‘১৯৭১-এ দেশ স্বাধীন হয়েছে বৈষম্যের জন্য না।’ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে নূর বলেন, ‘কোটা সংস্কার করা উচিত। ৩০ ভাগ কোটা রাখা হচ্ছে, এটার মাধ্যমে মেধাবীদের অবমূল্যায়ন করা হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মো. আনাস জানান, সহস্রাধিক শিক্ষার্থী আজকের এই কোটাবিরোধী আন্দোলন করছেন। দাবি আদায় করেই তাঁরা আন্দোলন শেষ করবেন।
এদিকে, যানজটে আটকা পড়া মাইক্রোবাসচালক জনি বলেন, ‘একঘণ্টা মহাসড়কে আটকে আছি। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যেতে পারছি না।’
বাসচালক তোফাজ্জল হোসেন বলেন, ‘কোটবাড়ী থেকে যাত্রী নেওয়ার পর ঢাকামুখী যাত্রা শুরু করলেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। আর সামনে এগিয়ে যেতে পারিনি। এখন আমরা অপেক্ষা করছি কখন আন্দোলন থামবে।’
আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন। তিনি বলেন, ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এরই মধ্যে ঘটনাস্থলে এসেছেন।