তরুণ মো. আবুল হাসান। এক ভাই, মা ও বাবাকে নিয়ে বাস করেন ঢাকার আগারগাঁওয়ে। পরিবারের একমাত্র অবলম্বন হাসান কম্পিউটার অপারেটরের চাকরি করে সংসার চালান। বড়ভাই একজন সবজি বিক্রেতা। তার আয় দিয়ে নিজের চলাটাই কঠিন, পরিবারে সহযোগিতার সামর্থ্য নেই। ব্রেন স্ট্রোকে আক্রান্ত বাবার চিকিৎসা ও বয়স্ক মায়ের দেখাশোনার ভার হাসানের ওপরই। কিন্ত ভাগ্যের নির্মম পরিহাস! হাসান নিজেই আজ সাহায্যপ্রার্থী।
হাসানের শরীরে বাসা বেঁধেছে ভয়ংকর ক্যানসার। গত বছরের ১৪ ডিসেম্বর’দ্য ল্যাবরেটরি’ এর সার্জিক্যাল প্যাথলজির রিপোর্টে দেখা যায় হাসানের তলপেটে ছড়িয়ে পড়ছে ক্ষতিকারক ক্যানসার। পরবর্তী সময়ে গত ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’র রিপোর্টে নিশ্চিত করা হয় হাসানের ক্যানসারের বিষয়টি।
হাসান বর্তমানে মহাখালী ক্যানসার হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মাদ মাসুদুল হাসান অরুপের তত্ত্বাবধানে হাসানের চিকিৎসা চলছে। ব্যয়বহুল এ চিকিৎসার জন্য সমাজের সহৃদ ও দানশীল ব্যক্তিদের সহায়তা কামনা করছেন হাসান ও তার পরিবার। সহযোগিতা পাঠাতে বিকাশ/নগদ: ০১৮৬২৬৪৮০৫১ অথবা, সোনালী ব্যাংক সেভিংস
অ্যাকাউন্ট: ০১১০ ৭০১০০৯৯৯৪ (পাবলিক সার্ভিস) যোগাযোগ করা যেতে পারে।