ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট ও সমাজকল্যাণ ইনিস্টিউটের শিক্ষার্থীদের মারামারি হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ম্যাচে বাগবিতণ্ডার জেরে এ মারামারির ঘটনা ঘটে।
খেলা শুরু হয় সকাল সাড়ে ১১ টায়। প্রথম ইনিংসে ব্যাটিং করে সমাজকল্যাণ ইনিস্টিউট। দেড়টায় দ্বিতীয় ইনিংসে তারা ১৪৯ রান টার্গেট দিয়ে বোলিং শুরু করে। প্রতিপক্ষ দল মার্কেটিং ডিপার্টমেন্টের ওপেনার ছিলেন ৩য় বর্ষের শিক্ষার্থী নিশান। বল করছিলেন সমাজকল্যাণ ইনিস্টিউটের শিক্ষার্থী মাহবুব।
প্রত্যক্ষদর্শীরা জানান, বল করলে তা উইকেটে না লাগলেও কিপারের নিজ হাতে উইকেট ভেঙেছেন এমন অভিযোগ নিয়ে তর্কে জড়ায় দুই দল। এসময় মার্কেটিং বিভাগের সমর্থকরাও বাউন্ডারির বাইরে থেকেই কটূক্তি ছুড়ে দেন সমাজকল্যাণ ইনিস্টিউটের উদ্দেশে। প্রাথমিক পর্যায়ে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হলেও পরে তাতে সমর্থকরাও জড়িয়ে যান। সমাজ কল্যাণ ইনিস্টিউটের মাস্টার্সের শিক্ষার্থী নাজমুস শাকিব শান্ত মাথা ইট দিয়ে আঘাত করে ফাটিয়ে দেয়া হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরও আহত হয়েছেন ওই ইনিস্টিউটের ২য় বর্ষের শিক্ষার্থী তপন রায়।
কিছুক্ষণ পরই সেখানে উপস্থিত হন সহকারী প্রক্টর ড. মোহাম্মদ শাহীন খান। তিনি মাঠে পৌছে পরিস্থিতি শান্ত করেন।
এ ঘটনার জেরে ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।