ক্রিকেটারের আইফোন-ডলার চুরি, আরেক ক্রিকেটারের স্বামী গ্রেফতার - দৈনিকশিক্ষা

ক্রিকেটারের আইফোন-ডলার চুরি, আরেক ক্রিকেটারের স্বামী গ্রেফতার

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : গত সোমবার জাতীয় দলের ক্রিকেটার স্বর্ণা আক্তার দুটি আইফোন ও ডলারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় শেরে বাংলা থানায় মামলা করেছিলেন। ওই মামলার ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে দিনাজপুর থেকে অভিযুক্ত আল আমিন আযানকে গ্রেফতার করেছে র‍্যাব। আল আমিন জাতীয় দলের আরেক ক্রিকেটার নুজহাত তানিয়ার স্বামী।

এ প্রসঙ্গে র‍্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘স্বর্ণার চুরি যাওয়া মোবাইল ফোনও তাঁর (আল আমিন) কাছে পাওয়া গেছে। তবে আরও যে-সব জিনিস চুরি হয়েছে তা উদ্ধারে অভিযান অব্যাহত আছে।’

মামলার এজহার অনুসারে, স্বর্না-তানিয়াসহ জাতীয় দলের চারজন নারী ক্রিকেটার পূর্ব রাজাবাজারের একটি ফ্ল্যাটে থাকেন। তাঁদের প্রত্যেকেই আলাদা আলাদা কক্ষে থাকেন। তানিয়ার সঙ্গে সপ্তাহ দুয়েক আগে আল আমিনের বিয়ে হয়েছে। 

সোমবার সকালে আল আমিনকে বাসায় রেখে অনুশীলন করতে যান তানিয়া ও স্বর্ণা। কিছু সময় পরে আল আমিনও অনুশীলন মাঠে যান। এরপর ছবি তোলার জন্য স্বর্ণার ফোন কোথায়, সেটি জানতে চান। পাশে রাখা ব্যাগে মোবাইল আছে বলে জানান স্বর্ণা। আল আমিন মোবাইল বের করে ছবি তুলে চলে যান। 

অভিযুক্ত আল আমিন আযান। ছবি : সংগৃহীত

অনুশীলন শেষে স্বর্ণা ব্যাগ খুলে দেখেন, সেখানে রাখা আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ মিনি নেই। তানিয়ার ফোন দিয়ে নিজের দুটি ফোনে কল করলেও বন্ধ পান। পরে বাসায় এসে দেখেন, রুমের দরজা বন্ধ। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিকে ডেকে তালা ভেঙে বাসায় ঢুকে সব এলোমেলো অবস্থায় পান। 

বাসা থেকে স্বর্ণার সাড়ে তিন হাজার ডলার, তানিয়ার সাড়ে ৬ হাজার টাকা ও জন্ম সনদ, ব্যাংকের চেক বই ও ভিসা কার্ড খোয়া যাওয়ার কথা বলা হয়েছে এজাহারে। সব মিলিয়ে পাঁচ লাখ টাকা চুরির কথা বলা হয়েছে মামলায়। 

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0027241706848145