সিকি শতাব্দী ধরে ক্রীড়া সাংবাদিকতা করছেন আজাদ মজুমদার। বাংলা ও ইংরেজিতে সব্যসাচী, তাই কাজ করছেন দেশ-বিদেশি জনপ্রিয় সংবাদমাধ্যমে। সব ধরণের সাংবাদিকতারই ব্যাকরণ থাকে, ক্রীড়া সাংবাদিকতার ব্যাকরণ কেমন হওয়া উচিত সেটা জানাতে আজাদ মজুমদার লিখেছেন ‘ইনসাইড দ্য প্রেস বক্স’।
‘ইনসাইড দ্য প্রেস বক্স: স্পোর্টস জার্নালিজম ইন বাংলাদেশ’ শিরোনামের বইটি পাওয়া যাচ্ছে এবারের বই মেলায়। বইমেলার ২২ নম্বর প্যাভিলিয়নে ঐতিহ্য প্রকাশনীর স্টলে পাওয়া যাবে বইটি। এছাড়া অনলাইনে রকমারি ও প্রথমাতেও পাওয়া যাবে বইটি।
বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকতা নিয়ে লেখা প্রথম বই এটি। বইটির লেখক আজাদ মজুমদার জানান বইটি তিনি ভাগ করেছেন ১২ টি অধ্যায়ে।
ক্রীড়া সম্পর্কিত রিপোর্টের ধারণা দেওয়া থেকে শুরু, দুই মলাটের মাঝে আছে ক্রীড়া সাংবাদিকের খবর সংগ্রহ, ক্রস চেক, ক্রস রেফারেন্সিংয়ের প্রয়োজনীয়তা, সংবাদ সম্মেলন সামলানো, ক্রীড়াক্ষেত্রে অনুসন্ধানী সাংবাদিকতার সুযোগ, ক্রীড়া সাংবাদিকতার উদ্দেশ্যসহ আছে ক্রীড়া সাংবাদিকতার খুটিনাটি।
ক্রীড়া সম্পর্কিত রিপোর্টের গঠন কেমন হওয়া উচিত, সাংবাদিকতা কীভাবে জাতীয়তাবাদ দ্বারা প্রভাবিত হতে পারে, ক্রীড়া সাংবাদিকতায় নীতি-নৈতিকতা ও নতুন মিডিয়ার যুগে চ্যালেঞ্জ ইস্যুও জায়গা পেয়েছে ‘ইনসাইড দ্য প্রেস বক্স’ বইটিতে।
ক্রীড়া সাংবাদিকতাকে পেশা হিসাবে নিতে আগ্রহী এমন কেউ তো বটেই, এই পেশার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তির জন্যও ‘ইনসাইড দ্য প্রেস বক্স’ বইটি উপকারী হবে বলে মনে করেন লেখক।
কুমিল্লার চৌদ্দগ্রামে আজাদ মজুমদারের জন্ম ১৯৭৬ খ্রিষ্টাব্দে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করে ক্রীড়া সাংবাদিকতাকে পেশা হিসাবে নেন তিনি।
দৈনিক মানবজমিন, নিউ এইজ, প্রথম আলো, দ্য বিজনেস পোস্ট, রয়টার্স, এএফপির হয়ে কাজ করেছেন তিনি। ক্রীড়া সাংবাদিকতা ছাড়াও আন্তর্জাতিক বিষয় নিয়ে আজাদ মজুমদার লেখেন মাদ্রিদ ভিত্তিক সংবাদ সংস্থা ইএফই ও ওয়াশিংটন পোস্ট পত্রিকার হয়ে।