গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছেন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টায় অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা মেরে ক্যাম্পাসের মধ্যে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
আন্দোলনে শিক্ষার্থীরা অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ প্রদান এবং জাতির পিতা বঙ্গবন্ধুর পঞ্চমবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের দাবি জানান।
এতে বক্তব্য দেন টুঙ্গিপাড়া মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থী সালাউদ্দিন আহমেদ, মাসুম বিল্লাহ, হাসিবুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান হৃদয়, আয়েশা নুদ্রাত রিদিকা, নিশিতা পাল, নাফিসা মুমতাজসহ আরো অনেকে।
টুঙ্গিপাড়া মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন আহমেদ ও নিশিতা পাল বলেন, সম্প্রতি ম্যাটস শিক্ষা কারিকুলামে আমাদের জন্য বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। যা আমাদের দক্ষ মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে ওঠা থেকে বঞ্চিত করবে। তাই ইন্টার্নশিপ বহালের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের ৪ দফা দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক। এই দাবি মানলে কারো কোনো ক্ষতি হবে না। আমাদের দাবিগুলো মানলে ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
প্রথম বর্ষের শিক্ষার্থী নাফিসা মুমতাজ বলেন, জেলা উপজেলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে ২০ হাজারের বেশি ম্যাটস শিক্ষার্থীদের পদ খালি রয়েছে। কিন্তু প্রায় এক যুগ ধরে ম্যাটস শিক্ষার্থীদের কোনো নিয়োগ নাই। তাই ম্যাটস শিক্ষার্থীদের দ্রুত নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।
এ বিষয়ে টুঙ্গিপাড়া মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ প্রেমানন্দ মন্ডলের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।