ক্লাসে না এলে ৫০, স্কুল পালালে ১০০ টাকা জরিমানা, তিনদিন অনুপস্থিতিতে ছাড়পত্র! - দৈনিকশিক্ষা

ক্লাসে না এলে ৫০, স্কুল পালালে ১০০ টাকা জরিমানা, তিনদিন অনুপস্থিতিতে ছাড়পত্র!

দৈনিক শিক্ষাডটকম,প্রতিবেদক |

অনুমতি না নিয়ে কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে একদিন অনুপস্থিত থাকলে ৫০ টাকা, স্কুল পালালে ১০০ টাকা জরিমানা; টানা তিন দিন অনুপস্থিত থাকলে বাধ্যতামূলক ছাড়পত্র দেয়া হবে। ফেনীর গিরিশ-অক্ষয় একাডেমির (জিএ একাডেমি) এমন এক নোটিশে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেয়া হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন, অনুপস্থিতির কারণে শিক্ষার্থীর কাছ থেকে জরিমানা আদায় বা ছাড়পত্র দেয়ার কোনো নিয়ম নেই। এ ছাড়া জেলার অন্য কোনোি প্রতিষ্ঠানে এমনটি চালু নেই।

ফারুখ হোসেন নামের নামের এক অভিভাবক বলেন, ‘অনুপস্থিতির জন্য বিষয়টি ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের ওপর মানসিক প্রভাব পড়বে।’

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘শতভাগ উপস্থিতি, ভালো ফলাফল নিশ্চিত ও শৃঙ্খলা রক্ষার্থে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এ নিয়ম চালু করা হয়েছে। প্রতিষ্ঠানকে না জানিয়ে কোনো শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকলে জরিমানা আদায় করা হবে। পরপর তিনদিন অনুপস্থিত থাকলে ওই শিক্ষার্থীকে কোনো কারণ দর্শানো ছাড়াই ছাড়পত্র দেয়া হবে।’

এ ধরনের বিধান আছে কি না?- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শৃঙ্খলা রক্ষার্থে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ এ ধরনের সিদ্ধান্ত নিতে পারবে। এটি বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে কার্যকর করা হয়েছে।’ 

জেলা শিক্ষা কর্মকর্তা শফী উল্লাহ বলেন, ‘অনুপস্থিতির কারণে শিক্ষার্থীর কাছ থেকে জরিমানা আদায় বা ছাড়পত্র দেয়ার কোনো বিধান নেই। ক্ষেত্র বিশেষ শৃঙ্খলা রক্ষার্থে হয়তো জরিমানা আদায় করা পারে। তবে এভাবে বিজ্ঞপ্তি দিয়ে এমন কিছু করার সুযোগ নেই। খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু - dainik shiksha পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইইউটির ৩ ছাত্রের মৃত্যু অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত - dainik shiksha অনার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি বাদ দেয়া উচিত ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি - dainik shiksha ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে - dainik shiksha প্রাথমিকে ২০ হাজার শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত - dainik shiksha স্কুল শিক্ষাকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করা উচিত নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প - dainik shiksha নতুন পাঠ্য বইয়ে থাকছে শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি - dainik shiksha শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে আছি ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে - dainik shiksha গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম পর্যায়ের ভর্তি আজকের মধ্যে please click here to view dainikshiksha website Execution time: 0.0054159164428711