ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ বলেছেন, দেশের মোট বাজেটের প্রায় এক তৃতীয়াংশ অর্থনীতিই ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সেক্টরের। এখানে প্রতিদিন এক হাজার কোটি টাকা লেনদেন হয়। বছরে দুই লাখ ২৫ হাজার কোটি টাকা লেনদেন হয়ে থাকে এ খাতে।
সোমবার টাঙ্গাইলে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন তিনি।
তিনি আরো বলেন, বাংলাদেশে সাড়ে তিন কোটি প্রান্তিক মানুষ জড়িত রয়েছে এ সেক্টরে। তাদের বছরে সঞ্চয় হচ্ছে ৬০ থেকে ৭০ হাজার কোটি টাকা। আর এই সঞ্চয় হিসাবী প্রান্তিক মানুষের ৯১ শতাংশই মহিলা। যাদের ঋণ পরিশোধ হয়েছে ৯৮ শতাংশ।
তিনি বলেন, দেশের এতো বড় একটি আর্থিক খাতকে সুন্দরভাবে পরিচালনার জন্যে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে।
সোসাইটি ফর সোস্যাল সার্ভিসের সহযোগিতায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এছাড়া সোসাইটি ফর সোস্যাল সার্ভিস এনজিওর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূইয়া, জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, এমআরএর কর্মকর্তারা ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ৯০ জন প্রধান নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।