দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: খতনা করাতে গিয়ে সম্প্রতি দুই শিশুর মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনকে এ বিষয়ে ব্যবস্থা নিতে এবং জিরো টলারেন্স দেখাতে বলেছেন।
রোববার স্বাস্থ্যখাতের সাম্প্রতিক বিষয় নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রী নিজেই এ কথা জানান।
সামন্ত লাল বলেন, প্রধানমন্ত্রী আমাকে এ ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে বলেছেন। কোনোরকম অনিয়ম, গাফিলতির কারণে কোনো শিশু মারা গেলে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি চিকিৎসকদের বলেন, অপারেশন করার আগে দেখতে হবে সেখানে সাপোর্টিং জিনিস আছে কি না। সেটা অপারেশন করার জায়গা কি না। আমি নিজে অনেক অপারেশন করেছি সুতরাং আমি জানি কোথায় কি কি লাগে, কি কি ক্রাইটেরিয়া লাগে অপারেশন করার জন্য। সেগুলো না থাকলে কেনো অবস্থাতেই এটা করা যাবে না।
স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) অ্যানেন্থেসিয়া দিয়ে খতনা ও এন্ডোস্কোপি করাতে গিয়ে মৃত্যুর ঘটনাগুলো তদন্ত করতে এবং কেউ দোষী সাব্যস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।