খালেদাপুত্র বিদেশে বসে কিলার ভাড়া করে আমার ওপর হামলার চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী - দৈনিকশিক্ষা

খালেদাপুত্র বিদেশে বসে কিলার ভাড়া করে আমার ওপর হামলার চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যখন উন্নয়নশীল বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বিএনপি-জামায়াত আবারও জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাস ও পিটিয়ে মানুষ হত্যায় মেতে উঠেছে। তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। ধ্বংসই তাদের কাজ। ২৮ অক্টোবর তাদের সেই রূপ দেশের মানুষ আবার দেখেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন। স্পিাকর ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।  

প্রধানমত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন কথা নাই বার্তা নাই, নির্বাচন হতে দিবে না। কী করবে! আমাকে না কি ক্ষমতা থেকে হটাবে। ২৮ তারিখ তাদের হিংস্র রূপ দেশের মানুষ দেখেছে। এ সময় তিনি স্পিকারের অনুমতি নিয়ে বিএনপি-জামায়াতের ‌নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি ভিডিও চিত্র প্রদর্শন করেন।

শেখ হাসিনা বলেন, কোন বাংলাদেশ আমরা চাই। রাত দিন পরিশ্রম করে যখন দিন বদলের জন্য কাজ করে যাচ্ছি ঠিক তখনই এ ধরনের ধ্বংসযজ্ঞ, প্রধান বিচারতির বাসায় হামলা, পুলিশের ওপর হামলা, এম্বুলেন্সে আগুন। মনে হয় এরা পুরো দেশকেই ধ্বংস করবে। দেশবাসীর কাছে আমি জানতে চাই কোন বাংলাদেশ এরা চায়। এরা জানোয়ার। জানোয়ারের চেয়েও খারাপ। জানোয়ারেরও একটা ধর্ম আছে। এদের তাও নেই, মনুষ্যত্ব নেই। চুরি ও লুটপাট ছাড়া এরা কিছুই জানে না। এদের সাথে বসার কাথা কারা বলে! কোন অবস্থায় তরা দেশকে নিয়ে যেতে চায়! মানুষ কী ধ্বংসস্তূপ নাকি উন্নত বাংলাদেশ চায়। একমাত্র আওয়ামী লীগই উন্নত বাংলাদেশ দিতে পারবে। এরা পারবে না।

তিনি বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকুক। বাংলাদেশকে নিয়ে যাতে কেউ আর খেলতে না পারে আমি দেশের মানুষের কাছে সেটাই চাই। আমরা দেশের মানুষের পাশে সবসময় আছি।

দেশের জন্য কাজ করতে গিয়ে নিজের ওপর বারবার আঘাত এসেছে উল্লখ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু দেশে নয়, বিদেশেও আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। খালেদার পুত্র বিদেশে বসে কিলার ভাড়া করে আমার ওপর হামলার চেষ্টা করেছে। সেটার বিস্তারিত এখন বলব না। জনগণই শক্তির উৎস। বাংলাদেশ ও দেশের জনগণই আমার পরিবার। এ জনগণের শক্তিতেই আমি চলছি। কে কোন দল করে দিখিনি। আমি মানুষকে মানুষ হিসেবেই দেখেছি। বাংলাদেশের এ অগ্রযাত্রা কেউ থমাতে পারবে না। আবার দেখা হবে।

প্রধানমন্ত্রী বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, দেশের মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে। ক্রয় ক্ষমতা বেড়েছে সেটাই বড় কথা। ১৬ কোটি মানুষ এখন ১৮ কোটির ওপরে মোবাইল সিম ব্যবহার করে। একেকজন ২/৩টা করে ব্যবহার করছে।

তিনি বলেন, ২০০৮ খ্রিষ্টাব্দে আমরা যখন দায়িত্ব নেই তখন গার্মেন্টস শ্রমিকদের বেতন ছিল মাত্র ১৪০০ টাকা। আমরা সেটি কয়েক ধাপে বাড়িয়েছি। মানুষের গড় আয়ু ৫৯ বছর থেকে ৭২.৮ বছরে নিতে পেরেছি। দেশে শতভাগ বিদ্যুতায়ন করতে পেরেছি।

সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য তিনি স্পিকার, বিরোধীদলীয় নেতা ও সদস্য, সরকারদলীয় সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ - dainik shiksha পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা - dainik shiksha সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ফেসবুকে সতর্কবার্তা দিলেন সারজিস আলম - dainik shiksha ফেসবুকে সতর্কবার্তা দিলেন সারজিস আলম আওয়ামী আমলে শত কোটি টাকা লুট শিক্ষা প্রকৌশলের চট্টগ্রাম দপ্তরে - dainik shiksha আওয়ামী আমলে শত কোটি টাকা লুট শিক্ষা প্রকৌশলের চট্টগ্রাম দপ্তরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কমিটি গঠন করা হয়েছে: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কমিটি গঠন করা হয়েছে: গণশিক্ষা উপদেষ্টা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির তালিকা - dainik shiksha শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির তালিকা ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কি না জনগণ নির্ধারণ করবে - dainik shiksha ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কি না জনগণ নির্ধারণ করবে কুয়েটে ভর্তি আবেদন শুরু ৪ ডিসেম্বর, পরীক্ষা ১১ জানুয়ারি - dainik shiksha কুয়েটে ভর্তি আবেদন শুরু ৪ ডিসেম্বর, পরীক্ষা ১১ জানুয়ারি please click here to view dainikshiksha website Execution time: 0.0031538009643555