খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ উৎসবের আয়োজন করা হয়। ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের সহযোগিতায় ১৯ ব্যাচের শিক্ষার্থীরা এ উৎসবের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ উৎসবের উদ্বোধন করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন।
এসময় শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর মোছা. তাছলিমা খাতুন, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক তালুকদার রাসেল মাহমুদ, গণিত ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক রাজু রায়সহ শিক্ষক-শিক্ষার্থী এবং দর্শনার্থী উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরপরই বিভিন্ন আকার, আকৃতি ও রঙ-বেরঙের বহুসংখ্যক ঘুড়িতে আকাশ ছেঁয়ে যায়। সৃষ্টি হয় মনোরম দৃশ্যের। ঘুড়ি উৎসবের পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে নাগরদোলা, মোরগ লড়াই, হাড়ি ভাঙা ও লাঠি খেলার আয়োজন করা হয়। এসময় দর্শনার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মাঠ মুখরিত হয়ে উঠে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।