দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের নবনির্মিত ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে নবনির্মিত ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সুস্থ থাকতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ দেহ, সুস্থ মন একে অপরের পরিপূরক। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও উন্নতি করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অপরাজিতা হলের প্রভোস্ট প্রফেসর ড. মোসা. সাবিহা সুলতানা। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ বিভিন্ন হলের প্রভোস্ট, সংশ্লিষ্ট হলের সহকারী প্রভোস্টবৃন্দ, উপাচার্যের সচিব, হলের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।