খুলনা বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনের ছাদে স্থাপিত সোলার প্যানেল থেকে ১১৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, যা থেকে বিশ্ববিদ্যালয়ের মোট বিদ্যুৎ চাহিদার ৪০ ভাগ মেটানো সম্ভব হবে। এক মাসের মধ্যেই উৎপাদনে যাচ্ছে প্রকল্পটি। ফলে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিদ্যুৎ বিল পরিশোধের অর্থ হ্র্রাস পাবে। লোডশেডিং ও জ্বালানি সংকটের এই সময়ে এমন পরিবেশবান্ধব অর্জনে বিশ্ববিদ্যালয়টি অনুকরণীয় হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক খান গোলাম কুদ্দুস জানান, নিজস্ব সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ২০২২ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে সুপারস্টার রিনিউঅ্যাবল এনার্জি লিমিটেডের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের চুক্তি হয়। এর ব্যয় ধরা হয় ১ কোটি ৯ লাখ ৯৭ হাজার টাকা। অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন ও মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের ছাদে ২১৬টি সোলার প্যানেল বসানোর কাজ সম্পন্ন হয়েছে।