কুড়িগ্রামের রৌমারী উপজেলার টাপুরচর বালুরগ্রাম উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের তালা খুলে দেয়ার কয়েক ঘণ্টা পর আবারও তালা ঝুলিয়েছেন শিক্ষার্থী-অভিভাবকসহ এলাকাবাসী। এলাকাবাসীর দাবি ছিল, বিকেল ৫টার মধ্যে অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। কিন্তু প্রধান শিক্ষক নিয়োগ বাতিল না করে উল্টো আন্দোলনকারীদের নামে মামলার হুমকি দিলে সন্ধ্যা ৭টার দিকে আবারও তালা লাগিয়ে দেন বিক্ষোভকারী।
এর আগে বুধবার বিকেলে রৌমারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জিন্নাতুল ইসলাম, রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়ার উপস্থিতিতে প্রধান শিক্ষক মো. আব্দুল গনি নিয়োগ ও কমিটি বাতিলের প্রতিশ্রুতি দিলে স্থানীয়রা তালা খুলে দেন।
উল্লেখ্য, গোপনে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে গত রোববার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন স্থানীয়রা। গোপনে দেয়া অবৈধ নিয়োগ বাতিল কমিটি বিলুপ্তসহ প্রধান শিক্ষক আব্দুল গনি ও পরিচালনা কমিটির সভাপতি চাঁন মিয়ার অপসারণের চেয়ে কুশপুত্তলিকা দাহ করেন। পরে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
অভিযোগ ওঠে, ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মিলে মোটা অংকের টাকা নিয়ে গোপনে দুটি পদে নিয়োগ দেয়ার ১১ মাস পর বিষয়টি সম্মুখে আসে। এরপরই ফুঁসে ওঠেন শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা। মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে কথা বলতে প্রধান শিক্ষক আব্দুল গনি ও সভাপতি চাঁন মিয়ার মুঠোফোনো একাধিকবার কল করা হলেও তাদের পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদ হাসান খান বলেন, এ বিষয়ে প্রধান শিক্ষককে বলা হয়েছে স্থানীয়দের সঙ্গে মিটমাট করে নিতে। তিনি সেটা করছেন না। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।