শুক্রবার (৭ এপ্রিল) শহরের জামতলা এলাকায় হীরা কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন তিনি।
মাহফিল শেষে প্রধান অতিথি খেলাফত মজলিসের আমির মাওলানা জোবায়ের আহমেদ চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে নেতাকর্মীরা সেখান থেকে তাকে চাষাড়া বালুর মাঠ এলাকায় ইসলাম হার্ট সেন্টারে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইসলাম হার্ট সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাওন শাহারিয়ার শুভ বলেন, ‘ইফতারের পর পর সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে উনাকে মৃত অবস্থায় আনা হয়েছে। পরে আমরা তার ইসিজি পরীক্ষা করাই। রিপোর্টে মৃত বলে নিশ্চিত করা হয়।’
দলীয় সূত্রে জানা যায়, মাওলানা জোবায়ের আহমেদ চৌধুরী পূর্ব থেকে হৃদরোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর তার মরদেহ শহরের মাসদাইর পৌর কবরস্থানে নিয়ে রাখা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সিরাজুল মামুন জানান, খেজুর মুখে দিয়ে ইফতার শুরু করার সঙ্গে সঙ্গে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হার্ট অ্যাটাক করে মারা যান।
পরে তিনি আরও জানান, ইসলাম হার্ট সেন্টারে নিলে মৃত বলে জানানো হয়। পরে মাসদাইর কবরস্থানে মরদেহের গোসল করানো হয়। সেখান থেকে ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হবে। সেখান থেকে নিজ জেলা সিলেটে নেয়া হবে। ইতিমধ্যে তার পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়েছে।