অভ্যন্তরীণ বিরোধের জেরে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিয়রিয়াকে ইমপিচমেন্ট বা অভিশংসন করেছেন দলের নেতাকর্মীরা।
শনিবার (১ জুলাই) সকালে গণঅধিকার পরিষদের জরুরি সভায় দুই তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে রেজা কিবরিয়াকে ইমপিচমেন্ট করা হয়েছে।
দলটির যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি গণমাধমকে নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, গত এক সপ্তাহ আগে রেজা কিবরিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। আজকের জরুরি মিটিংয়ে তিনি উপস্থিত হয়ে শোকজের জবাব দেয়ার কথা ছিল। কিন্তু তিনি মিটিংয়ে উপস্থিত হননি। তবে মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন-তাদের মতামত পর্যালোচনা করে রেজা কিবরিয়াকে অভিশংসন করা হয়েছে।
জরুরি সভায় সভাপতিত্ব করেন-দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান। সঞ্চালনা করে সদস্য সচিব নুরুল হক নুর।
এদিকে, ড. রেজা কিবরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিশৃঙ্খলা এড়াতে এবং নেতাকর্মীদের নিরাপত্তার কথা ভেবে জরুরি সভায় তিনি অংশ নেননি। তবে কোরাম পূর্ণ হলে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সভা শেষ করার আহ্বান জানান ড. রেজা কিবরিয়া।