দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : গণঅধিকার পরিষদের নতুন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন কর্নেল অব. মিয়া মশিউজ্জামান।
গতকাল শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির প্রত্যক্ষ ভোটে তিনি পরবর্তী কাউন্সিল অনুষ্ঠিত হওয়া পর্যন্ত আহ্বায়ক নির্বাচিত হন। দলটির যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন। তাকে সহায়তা করেন যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ।
নির্বাচনে যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান তুহিন ও যুগ্ম সদস্য সচিব তারেক রহমান যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান। উভয়েই ফলাফল মেনে নিয়ে নতুন আহ্বায়ককে স্বাগত জানান।
মশিউজ্জামান ২০০৩ খ্রিষ্টাব্দে স্বেচ্ছায় সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করেন। এরপর তিনি ২০২১ খ্রিষ্টাব্দের অক্টোবরে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে যোগ দেন এবং ২০২৪ খ্রিষ্টাব্দের ৩ জানুয়ারি ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মশিউজ্জামান বলেন, ‘দেশে যেখানে ভোটের ব্যবস্থা বিলীন হয়ে গেছে, সেখানে গণঅধিকার পরিষদ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে লড়াই করে যাচ্ছে।
গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, এই দেশে উত্তর কোরিয়া ও চীন মডেলের যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তা চলতে দিব না। নতুন আহ্বায়কের নেতৃত্বে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে।’