মরণঘাতী ক্যান্সারের কাছে অবশেষে হার মানলেন গণিতবিদ চমক হাসানের মা নওরাজিস আরা জাহান (ইন্না লিল্লাহি…. রাজিউন)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি দীর্ঘদিন ধরে মরণঘাতী ক্যান্সারে ভুগছিলেন। গত ৮ দিন ধরে হাসপাতালে তাকে লাইফ সাপোর্ট রাখা হয়েছিলো। গত বুধবার চিকিৎসদের পরামর্শে তার লাইফ সাপোর্ট প্রত্যাহার করে নেয়া হবে।
বর্তমান সময়ে বাংলাদেশের যে ক’জন তরুণ লেখক পাঠকদের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন, চমক হাসান তাদের মাঝে অন্যতম। তিনি শুধু লেখক হিসেবেই নয়, একজন সফল ইউটিউবার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্ব হিসেবেও ব্যাপকভাবে সমাদৃত। গণিত ও বিজ্ঞান বিষয়ক ১৪টি বই লিখেছেন চমক হাসান। উল্লেখযোগ্য বইহলো হলো- 'অঙ্ক ভাইয়া', 'অসাম স্টুডেন্টদের অসাম বিজ্ঞান প্যাকেজ', ‘গণিতের রঙ্গে হাসিখুশি গণিত', ‘গল্পে গল্পে জেনেটিক্স’ ইত্যাদি। চমক হাসান এর বই সমগ্র ছাত্র-ছাত্রীদের সহজে গণিত ও বিজ্ঞান বুঝতে নানাভাবে সাহায্য করে। বিশেষ করে গণিত বিষয়ের বই ও লেখাগুলো তাকে গণিতবিদ হিসেবে জনপ্রিয় করে তোলে। তিনি অনেকের কাছে গণিতের চমক হিসেবেই পরিচিত। তার মায়ের মৃত্যুতে গণিতপ্রেমিরা গভীরভাবে শোকাহত।