গণিত নিয়ে ভয় দূর করা ও গণিতের প্রতি ভালেবাসা তৈরি করার লক্ষ্যে 'সংখ্যা সাহিত্য' নামে বই রচনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল কাদের। বইটিতে গণিতের কিছু মূল ধারণা ও গাণিতিক সমস্যার সমাধান বর্ণিত হয়েছে বলে দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন লেখক নিজেই।
আব্দুল কাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত রয়েছেন।
বইটি নিয়ে লেখক আব্দুল কাদের দৈনিক শিক্ষাডটকমকে বলেন, গণিতের বিভিন্ন ধাঁধা, বেসিক ধারণা, শর্ট টেকনিক, ব্যতিক্রমী কৌশল, বিখ্যাত কিছু গাণিতিক সমস্যার সমাধান আছে বইটিতে।
তিনি আরো বলেন, অজানা কিছু সংখ্যা, বিস্ময়কর গাণিতিক ম্যাজিক, পাই, গোল্ডেন র্যাশিওসহ গণিতের বাস্তব প্রয়োগ নিয়ে বইটি লেখা। শিক্ষার্থীদের ভেতর থেকে গণিত নিয়ে ভয় দূর করা ও গণিতের প্রতি ভালেবাসা তৈরি করার লক্ষ্যে বইটি রচনা করেছেন বলে উল্লেখ করেন তিনি।
বই লেখার শুরু সম্পর্কে জানতে চাইলে আব্দুল কাদের বলেন, কলেজ জীবনে পড়াশোনার ফাঁকেই অবসর হিসেবে পাঠ্যসূচির বাইরের বিভিন্ন বই পড়তাম। এরপর বিশ্ববিদ্যালয় জীবনে বই লেখা। তুলনামূলক কঠিন গণিতের গভীর জ্ঞানটা সাহিত্যের মত সাবলীলভাবে অন্যদের বোঝানক, জানানোর উদ্দ্যেশে বইটি লেখা শুরু করি।