দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : গত বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসেই আগামী বছর অর্থাৎ ২০২৫ খ্রিষ্টাব্দে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত সিলেবাসে হলেও সব বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে এ পরীক্ষার আয়োজন করা হবে।
সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। কলেজগুলোকে বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, শিখন ঘাটতিতে থাকা ২০২৫ খ্রিষ্টাব্দের পরীক্ষার্থীদের ওপর যাতে বাড়তি চাপ না সৃষ্টি হয় তা নিশ্চিত করতেই সংক্ষিপ্ত সিলেবাসে তাদের এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরো পড়ুন : শিখন ঘাটতি পূরণে এইচএসসির সিলেবাসে কাটছাঁট
প্রসঙ্গত, ওই সংক্ষিপ্ত সিলেবাসেই এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি সব বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এতে আরো বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, করোনা মহামারির কারণে চার বছর সংক্ষিপ্ত সিলেবাসে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা নেয়ার পর আগামী বছর অর্থাৎ ২০২৫ খ্রিষ্টাব্দে স্বাভাবিক সিলেবাসে এ পরীক্ষা নেয়ার পরিকল্পনা ছিলো শিক্ষা প্রশাসনের। তবে, মহামারি ক্ষতিগ্রস্ত হয়ে শিখন ঘাটতি নিয়ে মাধ্যমিকের (এসএসসি ও সমমান) গণ্ডি পাড় হয়ে আসা ২০২৫ খ্রিষ্টাব্দের পরীক্ষার্থীদের আরো একবার সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি ও সমমান পরীক্ষায় বাসার সুযোগ দেয়া হচ্ছে। গত বছর বা চলতি বছরের মতো একই সংক্ষিপ্ত সিলেবাসে আগামী বছরের এইচএসসি, আলিম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সব বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরের পরীক্ষায় বসতে হবে শিক্ষার্থীদের। করোনা মহামারির থাবায় এ ব্যাচের শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি থেকে শিখন ঘাটতিতে রয়েছেন বলে জানা গেছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।