ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারালো এক স্কুলছাত্র। এ ছাড়া পানিতে ডুবে কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনায় এবং কুড়িগ্রামের চিলমারীতে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে।
গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে মসিউর রহমান হুজ্জাত নামে এক স্কুলছাত্র পানিতে ডুবে মৃত্যু হয়েছে। পৌর শহরের ব্রহ্মপুত্র নদের কলেজঘাট এলাকা থেকে বৃহস্পতিবার বিকালে পুলিশ ও দমকল বাহিনীর ডুবুরি তার লাশ উদ্ধার করে। জানা যায়, সাদুয়া গ্রামের খলিলুর রহমান রুবেলের ছেলে হুজ্জাত ঘটনার দিন দুপুরে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসল করার সময় টিকটকের জন্য নদের তীর থেকে হুজ্জাতের লাফ দেওয়ার ভিডিও ধারণ করছিল অন্য বন্ধুরা। এক পর্যায়ে সে নদের পানিতে ডুবে নিখোঁজ হয়। দাউদকান্দিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বরকোটা গ্রামে বৃহস্পতিবার খেলার সময় ফুটবল পুকুরে পড়ে যায়। পানিতে থেকে ফুটবলটি তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো-বরকোটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রিফাত ইসলাম এবং নজরুলের ছেলে ফয়সাল। চিলমারীতে বুধবার পুকুরের পানিতে ডুবে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। মৃত মোহাইমিলুন থানাহাট ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। চান্দিনায় তুলাতলী গ্রামে বৃহস্পতিবার পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো-ওই গ্রামের আব্দুল কুদ্দুস মন্টুর মেয়ে নাদিয়া (৭) ও সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া (৮)। তারা সম্পর্কে খালা-ভাগিনি।