গবেষণায় রিভার্স ইঞ্জিনিয়ারিং না করার পরামর্শ দিয়েছেন সর্বাধিক রেফারেন্সপ্রাপ্ত স্কলারদের শীর্ষ তালিকায় থাকা ফ্রান্সের মপেলিয়ার বিজনেস স্কুলের অধ্যাপক ড. রামেশ্বর দুবে। একইসঙ্গে ব্যবসায় গবেষণায় তত্ত্ব বিকাশের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি ডিজিটাল যুগে আধুনিক ব্যবসায়িক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে গবেষকদের উৎসাহিত করেছেন।
গত রোববার নর্থ সাউথ ইউনিভার্সিটির মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের উদ্যোগে আয়োজিত 'আর্ট অব ক্রিয়েটিং কনসেপচুয়াল মডেলস ইন বিজনেস রিসার্চ' শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে এ পরামর্শ দেন অধ্যাপক দুবে। সোমবার এনএসইউর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এনএসইউ জানিয়েছে, ড. রামেশ্বর সর্বাধিক রেফারেন্সপ্রাপ্ত স্কলারদের তালিকায় শীর্ষ ১ শতাংশের মধ্যে রয়েছেন এবং শীর্ষ পর্যায়ের জার্নালে তিনি সম্পাদকীয় ভূমিকা পালন করে থাকেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. হেলাল আহমেদ। সেশনে ২০ জন ফ্যাকাল্টি মেম্বার অংশগ্রহণ করেন। একই বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ ড. রামেশ্বরকে পরিচয় করিয়ে দেন। তিনি বিজনেস ম্যানেজমেন্ট এবং অপারেশনে ড. রামেশ্বরের উল্লেখযোগ্য অবদানের কথা উল্লেখ করেন।
সমাপনী বক্তব্যে ড. হেলাল আহমেদ এ গুরুত্বপূর্ণ সেশন আয়োজনের জন্য বিভাগের প্রশংসা করেন। তিনি ড. রামেশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গবেষণার গুণগত মান বাড়ানোর জন্য আরো সহযোগিতামূলক প্রচেষ্টার প্রত্যাশা করেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।