দৈনিক শিক্ষাডটকম, চবি : অবরোধ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটের পাশে মদনহাটে টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করতে দেখা যায় চবি ছাত্রদলের নেতা-কর্মীদের।
সোমবার রাতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ছাত্রদলের সভাপতি মো. আলাউদ্দিন মহসিন।
এ বিষয়ে চবি প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, আমরা সিসিটিভি ফুটেজে দেখছি রাত ৩টার দিকে তালা দেয়া হয়েছে। আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি। তালা খুলে দেয়া হয়েছে।
তালা লাগানো নিয়ে সভাপতি মো. আলাউদ্দিন মহসিন বলেন, দেশ বাঁচানো, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনগণকে সাথে নিয়ে বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেছি। অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারের সব ধরনের নিপীড়ন প্রতিহত করতে প্রস্তুত। আমরা শিগগির সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করব।