দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ায় যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ৯৩ জন এবং ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে ৩৪ বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে চলতি সপ্তাহের গোড়ার দিক থেকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ শুরু হয়। ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশটিতে গত কয়েক দিনে এসব বিক্ষোভ থেকে বহু আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়।
বুধবারের বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় গাজার বাসিন্দাদের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। অনেকের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত পোস্টার ও ব্যানার।
বিক্ষোভকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে এক্সে দেওয়া এক পোস্টে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ‘বিক্ষোভ শেষ হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকবে।’
পুলিশ জানিয়েছে, ‘লস অ্যাঞ্জেলসের পুলিশ কর্মকর্তারা বুধবার বিকেলে ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভকারীদের চলে যেতে বলেন। এতে অস্বীকৃতি জানালে ক্যাম্পাসে ‘অনুপ্রবেশের দায়ে’ তাঁদের গ্রেফতার করা হয়।