গায়েবি জামিনে স্থগিতাদেশ, হৃদয় ভাঙলো বিচারপতির - দৈনিকশিক্ষা

গায়েবি জামিনে স্থগিতাদেশ, হৃদয় ভাঙলো বিচারপতির

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক:  মাদকের এক মামলায় আসামিকে জামিন দেয়নি হাইকোর্ট। অথচ জামিন হয়েছে ভেবে সেই ‌‘গায়েবি’ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গিয়েছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের এমন আবদনে ‘গায়েবি’ আদেশের উপর স্থগিতাদেশ এসেছে আপিল বিভাগের চেম্বার আদালত থেকে। রাষ্ট্রপক্ষের এমন কর্মকান্ডে উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট।

উচ্চ আদালতের বিচারক বলেছেন, ‘আমরাও তো মানুষ। এমন কর্মকাণ্ডে আমাদেরও হৃদয় ভেঙে যায়। এরপরই সরকারি আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদের কাছে এমন কর্মকাণ্ডের বিষয়ে ব্যাখ্যা চায় হাইকোর্ট।’

কক্সবাজারের মাদকের এক মামলায় হাইকোর্টে জামিন চান মো. এমরান নামে এক আসামি। গত ১১ মার্চ আসামির জামিন আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকায় ছিল। ওই আবেদনের উপর ওইদিন শুনানি ও আদেশ হয়নি। শুনানি ও আদেশ না হলেও এই আসামির জামিন হয়েছে মর্মে অ্যাটর্নি জেনারেলকে নোট দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। ওই নোটের প্রেক্ষিতে ‘গায়েবি’ জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন।

বিষয়টি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের নজরে আসে। এরপরই বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরের বিরতির পর এজলাসে আসেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেন। এজলাসে আসন গ্রহণের পর ডায়াসে ডেকে নেন ওই আইন কর্মকর্তাকে। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদের উদ্দেশ্যে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বলেন, “ইমরান বনাম রাষ্ট্র” মামলায় আমরা তো আসামিকে জামিন দেইনি। অথচ আপিল বিভাগ থেকে জামিন আদেশের উপর স্থগিতাদেশ নিয়ে এসেছেন। অ্যাটর্নি জেনারেলকে কিভাবে আপনি এত বড় ভুল তথ্য দিলেন। এই কর্মকাণ্ডের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি যেভাবে নোট দিয়েছেন, সেভাবে পরবর্তী প্রক্রিয়া এগিয়েছে। এখানে অ্যাটর্নি জেনারেলের কোন দায় দেখছি না।

এ পর্যায়ে সাইফুদ্দিন খালেদা বলেন, ‘কার্যতালিকার পূর্বের মামলার জামিন আদেশের বিষয়টি ভুল করে এই মামলায় মার্ক করেছি। এ কারণে আমার এই ভুল হয়েছে।’

এ পর্যায়ে বিচারপতি নজরুল ইসলাম বলেন, ‘যে আদেশ দেইনি, সেটা কিভাবে স্থগিতের জন্য আপিল বিভাগে যেতে পারেন। ৩৪ বছর ধরে সুপ্রিম কোর্টে আছি। সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি। কেউ কোনদিন প্রশ্ন তুলতে পারেনি। অথচ একজন আইন কর্মকর্তা হয়ে একটা অসত্য তথ্য দিয়ে কোর্টকে হেয় করলেন। কোর্টের ভাবমূর্তি ক্ষুন্ন করলেন। এটার জবাবদিহিতা আপনাকে করতে হবে।’ 

এ পর্যায়ে ওই আইন কর্মকর্তা ডায়াসের সামনে নিশ্চুপ দাড়িয়ে থাকেন।

তখন বিচারপতি নজরুল ইসলাম বলেন, ‘সম্মানের জন্য বিচারপতির আসনে আছি। সম্মান যদি না থাকে, তাহলে কিসের বিচার কাজ? আপনার একটা অসত্য তথ্যে টিভি চ্যানেলগুলোতে আমাদের নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হলো। আমি তো রাতে ঘুমাতে পারিনি। অথচ আমরা ওই মামলার শুনানিই করেনি, আদেশ তো দূরের কথা।’ 

বিচারপতি আরও বলেন, ‘আমরাও তো মানুষ, আমাদেরও হৃদয় আছে। আপনার এ ধরনের কর্মকাণ্ডে আমাদের হৃদয় ভেঙে যায়। সারাজীবন মানুষের জন্য কাজ করেছি। এখন পর্যন্ত কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। অথচ আমাদের নিয়ে একটা অসত্য তথ্য প্রচার হলো। এর দায় কে নেবে? আপনি (ডিএজি) তো আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন।’ 

ডিএজি সাইফুদ্দিন খালেদের উদ্দেশ্যে বিচারপতি নজরুল ইসলাম আরও বলেন, ‘ডিএজি থেকে বিচারপতি হয়। আপনারও বিচারপতি হওয়ার সুযোগ আছে। কিন্তু আপনি একটা কোর্ট সম্পর্কে কেন এতটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিলেন? আপনার কর্মকাণ্ডে বিচার বিভাগ হুমকির মুখে পড়েছে। এটা তো কোনো ছেলেখেলা নয়। আপনি এ বিষয়ে ব্যাখ্যা দেবেন। যদি সন্তুষ্ট না হই, তখন লিখিত আদেশ দেব।’ 

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0042967796325684