পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে কাঠের তৈরি বড় একটি নৌকায় চড়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় নৌকাটি উল্টে গিয়ে নদীতে ডুবে যাওয়ায় সাত জন স্কুলছাত্রীর মর্মন্তিক মৃত্যু হয়েছে।
আফ্রিকার সংবাদ মাধ্যম পাঞ্চ নিউজপেপার জানিয়েছে, গতকাল রোববার আপার গিনির কৌরুসা শহরের কাছে নৌকায় চড়ে কলেজের প্রবেশিকা পরীক্ষা দিতে যাওয়ার সময় নাইজার নদীতে নৌকাডুবে এই দুর্ঘটনা ঘটে।
পরীক্ষার প্রশ্নপত্র উন্মোচন করতে আসা গিনির প্রাক-বিশ্ববিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা মন্ত্রী গুইলাম হাউইং জানান, সাত শিক্ষার্থীর জীবন হারানো নৌকাডুবির এই দুঃসংবাদে আমরা স্তব্ধ।
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা মামাদি কেইতা জানান, মৃতদের মধ্যে তার সৎ বোনও রয়েছে। তারা তাদের ৭ম বর্ষের এন্ট্রি পরীক্ষায় অংশ নেয়ার জন্যে নাইজার নদী পাড়ি দিচ্ছিল। নৌকাটি অতিরিক্ত মালামালের কারণে বেশ ভারি ছিলো বলেও জানান তিনি।
গতকাল রোববার সন্ধ্যায় উদ্ধার অভিযান চালিয়ে ৭ জন স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। অতিরিক্ত মালামাল ছাড়াও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণেই ডুবে যায় নৌকাটি।