গুচ্ছ পদ্ধতিতে ভর্তি থেকে বের হয়ে আসতে চাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিশ্ববিদ্যালয়টি গুচ্ছ পদ্ধতিতে থাকবে কি-না তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী মাসে বিশেষ একাডেমিক সভায় বসবে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ৬৩তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানান।
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে যত দ্রুত সম্ভব একটি বিশেষ একাডেমিক সভার আয়োজন করা হবে। সভায় আমাদের সব বিভাগের চেয়ারম্যানরা গুচ্ছের বিষয়ে যে মত দিয়েছেন তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সমন্বিত ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অংশগ্রহণ নিয়ে একটি সিদ্ধান্ত হবে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সমন্বিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (গুচ্ছ ) থেকে বের হয়ে নিজস্ব ব্যবস্থাপনা ভর্তি পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছেন।