গুচ্ছের ফাঁদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেশনজটের শঙ্কা - দৈনিকশিক্ষা

গুচ্ছের ফাঁদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেশনজটের শঙ্কা

জবি প্রতিনিধি |

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তি পরীক্ষার ছয় মাস পেরিয়ে গেলেও ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের পাঠদান শুরু করতে পারেনি। বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধসহ বিলম্বিত ভর্তি কার্যক্রমের ফাঁদে আটকা পড়ে আছে বিশ্ববিদ্যালয়টি। এর দরুন এখনও ক্লাসের মুখ দেখেনি নতুন শিক্ষার্থীরা। 

বছর শুরুর প্রথম দিন থেকেই বেশ কয়েক বছর ধরেই জবির বিভাগগুলোতে ক্লাস শুরু হয়। গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার কারণে গত বছরও ২০২০-২১ শিক্ষাবর্ষের পাঠদান প্রায় আড়াই মাস দেরিতে শুরু হয়েছিল। এ বছরেও ভর্তি পরীক্ষার দীর্ঘদিন পরও পাঠদান শুরু করতে না পারায় সেশনজটের শঙ্কা দেখা দিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে।

এর আগে গত বছর ৩০ জুলাই থেকে ২০ আগস্ট ২২টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২২ সেশনের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই বছরের ৪ নভেম্বর প্রথম মেধাতালিকা প্রকাশের পর ৭ নভেম্বর শুরু হয় শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম। এখন পর্যন্ত ৭ম মেধাতালিকা প্রকাশ করেও আসন পূর্ণ করতে পারেনি বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকরা বলছেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া ধীরগতিতে চলমান হওয়ায় ক্লাস শুরু হতে দেরি হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ে সেশনজটের শঙ্কা ও অতীতের সুনাম নষ্ট হচ্ছে।

ভর্তি হওয়া শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই সেশনের প্রথম সেমিস্টারের ক্লাস শেষ হয়ে পরীক্ষাও শুরু হয়ে গেছে। এদিকে আমরা এখনও ক্লাসের মুখই দেখতে পেলাম না। একই সেশনের এমন বৈষম্য আমাদের স্পষ্টত সেশনজটের শঙ্কায় ফেলছে।

এদিকে ভর্তি কার্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সহযোগী পরিচালক ড. মো. জুলফিকার মাহমুদ জানান, সপ্তম মেধাতালিকা থেকে ভর্তির পর মোট ২ হাজার ৭৬৫টি আসনের বিপরীতে এখনও ৩৫৩টি আসন খালি আছে। আমরা এই মাসের মধ্যেই ভর্তি কার্যক্রম শেষ করার চেষ্টা করছি।’

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, ‘গুচ্ছ পদ্ধতিতে ধীরগতির কারণে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে দেরি হচ্ছে। এখন গুচ্ছ পদ্ধতি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা একাডেমিক কাউন্সিলের বৈঠকে দ্রুত ক্লাস শুরুর কথা বলেছি।’

শিক্ষার্থী ভর্তির ধীরগতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘গুচ্ছের মাধ্যমে শিক্ষার্থীদের সুবিধা করতে গিয়ে আমরাই অসুবিধায় পড়েছি। এক শিক্ষার্থী একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকায় ভর্তি কার্যক্রম শেষ হতে সময় লাগছে। তবে একটু দেরিতে ক্লাস শুরু হলেও সেশনজট হবে না বলে আশা করছি। জানুয়ারির ২২ তারিখ থেকেই আমরা ক্লাস শুরুর চিন্তাভাবনা করছি। এর আগেই ভর্তি কার্যক্রম শেষ হবে।’

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0051100254058838