জুলাইয়ের মধ্যে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষে আগস্টের মধ্যেই ক্লাস শুরু করার পরিকল্পনা করছে গুচ্ছ ভর্তি কমিটি। গতকাল শনিবার গুচ্ছের এ ইউনিটের পরীক্ষা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
উপাচার্য বলেন, আমরা খুব সুশৃঙ্খলভাবে পরীক্ষা নিতে পেরেছি। ইতোমধ্যে দুটি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। আগামী তিন দিনের মধ্যেই আমরা এ ইউনিটের ফল প্রকাশ করবো। জুলাইয়ে আমরা ভর্তি সংক্রান্ত সব কার্যক্রম শেষ করে আগস্টে ক্লাস শুরু করবো।
তিনি আরো বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে আগে যেসব অসঙ্গতি ছিলো এ বছর তা নেই। আশা করি বাকি কার্যক্রমগুলোও সুষ্ঠুভাবে শেষ করতে পারবো। আগস্টের মধ্যে ক্লাস শুরু করে করোনার জন্য যে সেশনজট সৃষ্টি হয়েছে তা অন্তত ছয় মাস কমিয়ে আনতে চাই।
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয় হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।