বরিশালের গৌরনদী উপজেলায় হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি চলাকালীন গরমে অসুস্থ হয়ে পড়েন এক শিক্ষার্থী। পরে আরো ১১ ছাত্রী অসুস্থ হয়ে পড়েন।
বুধবার (৫ জুন) সকালে হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিদ্যালয় ছুটি দিয়ে দেয়া হয়।
অসুস্থ ছাত্রীদের প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল আক্তার, সুহারা আক্তার সুপ্তি, তাসিন খন্দকারকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিদ্যালয়ের গণিতের শিক্ষক বিমল চন্দ্র ঘরামী জানান, সকালে জাতীয় সংগীত শুরু হয়। এ সময় নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল আক্তার অসুস্থ হয়ে পড়লে তাকে লাইব্রেরিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে একে একে আরো ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে অষ্টম শ্রেণির চারজন ও নবম শ্রেণির সাতজন। এ ঘটনার পরপরই বিদ্যালয় ছুটি দিয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, শিক্ষার্থীরা গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন। এতে তাদের কিছুটা শ্বাসকষ্ট দেখা দেয়। চিকিৎসা দেয়া হয়েছে।