ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে গ্রেফতার হওয়ার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের তাৎক্ষণিক কোনো ছবি পাওয়া যাচ্ছিল না। তবে বৃহস্পতিবার (১০ মে) ইসলামাবাদের পুলিশ লাইনসের গেস্ট হাউজে হাজির করার পর তার একটি ছবি পাওয়া গেছে।
জিও নিউজ জানিয়েছে, ছবিতে ৭০ বছর বয়সী ইমরান খানকে ইসলামাবাদের পুলিশ লাইনসে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। সেখানে তার জন্য অস্থায়ী আদালত বসেছে। যদিও সমর্থকদের কাছ থেকে ইমরান খানকে দূরে রাখতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী ফয়সাল চৌধুরী।
মঙ্গলবার (৯ মে) আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে হেফাজতে নেয় রেঞ্জার্স কর্মীরা। এরপর ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়। যদিও ১৪৪ ধারা অমান্য করে বিক্ষোভ করে পিটিআই। বুধবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে দলটি, যার ফলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে করাচি, লাহোর, পেশোয়ারসহ ছোট-বড় সব শহরে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক স্থানে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআই কর্মীদের সংঘর্ষে হতাহতের খবরও সামনে এসেছে।
দ্য ডন জানিয়েছে, এদিন শুনানির শুরুতেই ইমরান খানকে ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন জানায় আর্থিক অপরাধ সংক্রান্ত জাতীয় ব্যুরো (এনএবি)। তবে এ রিমান্ডের বিরোধিতা জানিয়েছেন পিটিআই চেয়ারম্যানের আইনজীবী ফয়সাল চৌধুরী। তিনি বলেন, ‘এই মামলাটি এনএবির আওতাভুক্ত নয়। এমনকি তদন্ত প্রতিবেদনও জমা দেয়নি তারা’।