দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজন হতে যাচ্ছে 'গ্লেনরিচ ডিসকভারি ডে'। সন্তানদের গ্লেনরিচে ভর্তিতে আগ্রহী অভিভাবকরা ২৭ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর সাতারকুলে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য এ আয়োজনে অংশ নিয়ে স্কুলের পরিবেশ ও সুযোগ-সুবিধা যাচাইয়ের সুযোগ পাবেন। এ সময় স্কুলটিতে ভর্তি ও পড়াশোনা- সংক্রান্ত সব ধরনের তথ্য দেওয়া হবে।
অভিভাবকরা ক্যাম্পাস ঘুরে দেখার পাশাপাশি স্কুলের প্রিন্সিপাল রমেশ মুদগালের সঙ্গেও সাক্ষাতের সুযোগ পাবেন। গ্লেনরিচে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম; কোমলমতি শিক্ষার্থীদের আরও কৌতূহলী ও দক্ষ করে তুলতে রোবটিকস ও ম্যাথস চর্চার ল্যাবরেটরি। 'স্কুল অব লাইফ' গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের জীবনে প্রতিটি ধাপে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাতে কাজ করছে গ্লেনরিচ ইন্টার- ন্যাশনাল স্কুল। ডিসকভারি ডে-তে অংশ নিতে আগ্রহী অভিভাবকরা এ প্রচেষ্টা ও কার্যক্রম বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।