গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। সম্প্রতি আয়োজিত এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। সোমবার স্কুল কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩-২৪ সেশনের ক্লাস ইতোমধ্যেই শুরু হয়েছে। ‘স্কুল অব লাইফ’ ধারণার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্লেনরিচ স্কুল প্রাঙ্গণে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।
স্কুল কর্তৃপক্ষ বলছে, প্লে গ্রুপ ও নার্সারির ক্লাস গত ৮ আগস্ট এবং গ্রেড ১ থেকে গ্রেড ২ এর শিক্ষার্থীদের ক্লাস গত ৭ আগস্ট শুরু হয়েছে। অন্যদিকে, গ্রেড ৩ থেকে গ্রেড ৮ এর শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম গত ৬ আগস্ট এবং কেজি ১ ও কেজি ২ এর শিশু শিক্ষার্থীদের ক্লাস গত ১৩ আগস্ট শুরু হয়।
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রমেশ মুডগাল বলেন, গ্লেনরিচের শিক্ষকরা পাঠদান পদ্ধতিকে ভিন্নভাবে বিবেচনা করে। এটি শুধু জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের শিক্ষকদের জন্য শেখানোর পদ্ধতি ও সৃজনশীলতা সমানভাবে গুরুত্বপূর্ণ।