কুষ্টিয়ার গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। নিখোঁজের ৪৫ ঘণ্টা পর ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে সেতু এলাকায় নিখোঁজ ওই শিক্ষার্থীর মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করে ফায়ার সার্ভিস। ওই শিক্ষার্থীর নাম তানভীর আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বরগুনা সদর থানার নলী চরকগাছিয়া গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন কুষ্টিয়ার কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন।
এর আগে, গত সোমবার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ার গড়াই নদীর রেলসেতুর নিচে নামেন তিনিসহ পাঁচ বন্ধু গোসল করতে নামেন। চার বন্ধু তীরে উঠতে পারলেও তানভীর পানির স্রোতেই তলিয়ে যান। খবর পেয়ে কুমারখালী, কুষ্টিয়া ও খুলনা ফায়ার সার্ভিসের তিন ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।