রাজধানীর ধোলাইখালে বিএনপির অবস্থান কর্মসূচিতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে বেধড়ক পিটিয়ে আহত করেছে পুলিশ। এরপর তাকে গাড়িতে করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়। সেখান থেকে গয়েশ্বর রায়কে ছেড়ে দেয় ডিবি। আজ দুপুরের পর তাকে ডিবির গাড়িতে করে নয়াপল্টনের অফিসে পৌঁছে দেয়া হয়।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ধোলাইখালে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধার পর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় পুলিশের বেধড়ক পিটুনির শিকার হন গয়েশ্বর রায়। একাধিক ভিডিওতে দেখা গেছে, বিএনপির কয়েকজন কর্মী গয়েশ্বর রায়কে বাঁচাতে ঘিরে ধরে আছেন। এসময় তাদের এলোপাতাড়ি পিটুনি শুরু করে পুলিশ। একপর্যায়ে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান গয়েশ্বর রায়। মাটিতে পড়ার পরও বিএনপির এই অন্যতম শীর্ষ নেতাকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে পুলিশ। সেখান থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।
এরপর পুলিশের গাড়িতে করে ডিবি কার্যালয়ে আনা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন রশিদ গণমাধ্যমকে জানান, গয়েশ্বর রায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। পরে ডিবির গাড়িতে করে নয়াপল্টনের অফিসে পৌঁছে দেয়া হয়েছে।