দৈনিক শিক্ষাডটকম, ঘাটাইল (টাঙ্গাইল): মাদরাসা শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের আয়োজনে নূরানী স্কলারশীপ পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, কালিহাতী, ধনবাড়ী, ঘাটাইল, মধুপুর, গোপালপুর, ভুঞাপুর উপজেলার বিভিন্ন মাদরাসার শিশু থেকে ২য় শ্রেণির প্রায় ২ হাজার ১০০ শিক্ষার্থী এতে অংশ নেন।
গত শুক্রবার সকাল দশটায় সন্ধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় ৪০০ জন ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশ নেন। গতকাল শনিবারও গোপালপুর ও ভুঞাপুর উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে ফলাফল ঘোষণা শেষে ৫০ এর অধিক সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদেরকে বাই সাইকেল, ক্রেস্ট, সনদ, মেডেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেয়া হবে।
মাদরাসা শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি পরীক্ষা আয়োজন করায় অভিভাবকরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, জেনারেল স্কুলের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা থাকলেও মাদরাসা শিক্ষার্থীদের জন্য এই প্রথম। অভিভাবকরা আয়োজকদের ধন্যবাদও জানান।
পরীক্ষা নিতে আসা এক হুজুর বলেন, দ্বীনি শিক্ষাকে উন্নত, গতিশীল ও বেগবান করতে এই বৃত্তি পরীক্ষার গুরুত্ব অপরিসীম।
উত্তর টাঙ্গাইল নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি, সাংবাদিক মুফতী মাহদী হাসান শিবলী বলেন, যে জাতি যতো শিক্ষিত, সেই জাতি ততো উন্নত। এখন মানুষ প্রচলিত শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাই নূরানী শিক্ষাকে বেগবান করতে মেধা যাচাইয়ের এই কার্যক্রম অব্যাহত থাকবে।