অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’ এগিয়ে আসায় আবহাওয়া অধিদপ্তর ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলার পর সর্বোচ্চ সতর্কতা বা ‘অ্যালার্ট-ফোর’ জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি হিসেবে সবরকমের সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে। সতর্ক সংকেত বাড়ার পর বন্দরে ‘অ্যালার্ট-ফোর’ জারি করা হয়েছে। খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষও।
বন্দরের জেটিতে অপারেশনাল কার্যক্রম গুটিয়ে নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, জেটিতে থাকা জাহাজগুলোকে বহির্নোঙ্গরে সরিয়ে নেয়া হচ্ছে।
আরো পড়ুন : ঘূর্ণিঝড় মোকা : তিন সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত
আর বন্দর চ্যানেলে অবস্থানরত সব ধরনের লাইটারেজ জাহাজগুলোকে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে বলে জানান সচিব ওমর ফারুক।
এর আগে শুক্রবার বিকালে আবহাওয়া অধিদপ্তর ৪ নম্বর সতর্ক সংকেত দেখাতে বললে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব সতর্ক সংকেত ‘অ্যালার্ট-২’ জারি করে। তবে সন্ধ্যা পর্যন্ত অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক ছিল।
পরে রাত সাড়ে ৯টার দিকে আবহাওয়া অধিদপ্তর ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বললে বন্দরের সর্বোচ্চ সতর্কতা বা ‘অ্যালার্ট-৪’ জারি করা হয়।
এদিকে ‘মোকা’ মোকাবেলায় সবধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরও।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসলিম হাসান বলেন, এখনও পর্যন্ত অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শুক্রবার রাতের অপারেশনাল কার্যক্রম শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।