ঘূর্ণিঝড় রেমাল: লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি - দৈনিকশিক্ষা

ঘূর্ণিঝড় রেমাল: লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: সাতক্ষীরার উপকূলবর্তী শ্যামনগরে সোমবার সকাল থেকেই বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে বাতাসের গতিবেগ কিছুটা কমায় স্থানীয়দের আতঙ্ক কমতে শুরু করেছে।

এদিকে শ্যামনগর ঘিরে থাকা ১২৯ কিলোমিটার উপকূল রক্ষা বাঁধের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হলেও কোথাও ভাঙন বা ধসের সৃষ্টির খবর পাওয়া যায়নি। তবে রোববার দিবাগত রাত ১টার দিকে নদীতে প্রবল জোয়ারের সময় ৫নং পোল্ডারের নেবুবুনিয়া, নাপিতখালী, হরিশখালী এবং সোরা এলাকায় বাঁধ ছাপিয়ে পানি লোকালয়ে প্রবেশ করে।

আজ সকালে সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গতকাল রাতে সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় নেওয়া মানুষের মাঝে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, রাত ১টার দিকে গাবুরার নেবুবুনিয়া, নাপিতখালী, সোরাসহ কয়েকটি এলাকায় বাঁধ ছাপিয়ে লোকালয়ে প্রবেশ করে। এতে অবশ্য মৎস্য খামারসহ বসতবাড়ি তলিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেনি। তবে আজ দুপুরের জোয়ারের তীব্রতার ওপর বাঁধের ক্ষয়ক্ষতি নির্ভর করছে বলে জানিয়েছেন তারা।

বুড়িগোয়ালীনি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, রাতের জোয়ারের সময় প্রচণ্ড ঢেউয়ের আঘাতে মাদিয়া এলাকায় বাঁধের বাইরের অংশ নদীতে বিলীন হয়েছে। একইভাবে পূর্ব দুর্গাবটি এলাকায় বাঁধের প্রায় ২০০ ফুট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দুপুরের এলাকাবাসীকে নিয়ে সেখানে মাটি ফেলার কাজ শুরু করা হবে।

কৈখালীর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, সীমান্তবর্তী কালিন্দি নদীর তীরবর্তী নৈকাটী ও পশ্চিম কৈখালীর কয়েকটি অংশের বাঁধ কিছুটা ক্ষতিগ্রস্থ হলেও কোথাও ভাঙন বা ধসের ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন ওয়ার্ডের ৪৫টির মতো পরিবারের ছোট কিছু ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি জানান। 

ভুরুলিয়ার ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু বলেন, এখন পর্যন্ত এলাকায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাব প্রড়েনি। তবে গাছ-গাছালি উপড়ে পড়ার ঘটনা ঘটেছে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, ঝড়ের কারণে আগের দিনই বিদ্যুৎ সংযোগ বন্ধ দেওয়া হয়। ঝড় কমলে রুটগুলো পরীক্ষার পর আবারও সংযোগ চালু করা হবে।
শ্যামনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজবুল আলম বলেন, গতকাল বিকেল থেকে বিভিন্ন সাইক্লোন শেল্টারে প্রায় ১৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। পানিতে কিছু চিংড়ির ঘের ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখনও ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

চট্টগ্রামে সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২ - dainik shiksha চট্টগ্রামে সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২ ঢামেকে একজনের মৃত্যু - dainik shiksha ঢামেকে একজনের মৃত্যু জবির কোটা আন্দোলনে গুলিবিদ্ধ ৪ - dainik shiksha জবির কোটা আন্দোলনে গুলিবিদ্ধ ৪ বেরোবিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২০০ - dainik shiksha বেরোবিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২০০ শহীদ মিনার এলাকায় অধ্যাপককে মারধর - dainik shiksha শহীদ মিনার এলাকায় অধ্যাপককে মারধর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী - dainik shiksha মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে : কাদের - dainik shiksha সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে : কাদের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই: ঢাবি উপাচার্য - dainik shiksha সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই: ঢাবি উপাচার্য যারা নিজেদের রাজাকার বলেছে তাদের শেষ দেখে ছাড়বো - dainik shiksha যারা নিজেদের রাজাকার বলেছে তাদের শেষ দেখে ছাড়বো সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ - dainik shiksha সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে - dainik shiksha র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0057878494262695