দৈনিকশিক্ষাডটকম, চট্টগ্রাম : চট্টগ্রাম-১০ আসনের একটি ভোট কেন্দ্রে গুলি বিনিময়ে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল ১১ টার দিকে পাহাড়তলি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন নগরীর আকবর শাহ নুরিয়া মাদরাসা এলাকার শান্ত বড়ুয়া এবং ঝাউতলা ওয়ারলেস কলোনির জামাল। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, ভোট কেন্দ্রের বাইরে নগর আওয়ামী লীগ নেতা নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও ফুলকপি মার্কার স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনজুর আলমের অনুসারীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। তবে আহত দুজন কার সমর্থক তা জানা যায়নি।
খুলশী থানার ওসি নেয়ামত দৈনিক শিক্ষাডটকমকে জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা থেকে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। শটগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। অবৈধ অস্ত্রের ব্যবহারে এই ঘটনা ঘটে বলে তিনি জানান।
পাহাড়তলি-ডবলমুরিং এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ আসনে এবার ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৮০৩ জন। আসনটিতে এবার প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের মহিউদ্দিন বাচ্চু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনজুর আলম (ফুলকপি), আরেক স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ (কেটলি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জয়নুল আবেদীন জুবাইর ( চেয়ার), জাসদের আনিসুর রহমান (মশাল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী (মোমবাতি) ও জাতীয় পার্টির জহুরল ইসলাম রেজা (লাঙল) ও তৃণমূল বিএনপির ফেরদাউস বশির (সোনালী আঁশ)।