চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড় ধসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন; নিখোঁজ রয়েছেন একজন।
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
যদিও এ দুর্ঘটনায় মৃত্যু নিয়ে দুই ধরনের তথ্য দেয় জেলা প্রশাসন। প্রথমে তিনজনের মৃত্যুর কথা জানানো হলেও পরে সংখ্যা কমিয়ে একজনের মৃত্যুর খবর জানানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ভারী যন্ত্রপাতি নিয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। শুরু করেন উদ্ধার তৎপরতা। এ দুর্ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, নগরীর আকবর শাহের রসুলপুর এলাকায় পাহাড়ের পাদদেশে সিটি করপোরেশনের সুরক্ষা দেয়াল নির্মাণ করছিলেন ১০ থেকে ১২ জন শ্রমিক। এ সময় হঠাৎ পাহাড়ে বড় অংশ ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যান। আহত ৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়।
খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে ছুটে আসেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি জানান, নির্মাণকাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। দোষীদের শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতিও দেন তিনি।
চট্টগ্রাম বিভাগে গত ১৫ বছরে পাহাড় ধসে তিনশতাধিক মানুষ মারা গেছেন।