চট্টগ্রামের ১০ সরকারি স্কুলে ভর্তি : প্রায় আড়াই হাজার আসনে ৭৮ হাজার আবেদন - দৈনিকশিক্ষা

চট্টগ্রামের ১০ সরকারি স্কুলে ভর্তি : প্রায় আড়াই হাজার আসনে ৭৮ হাজার আবেদন

চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রামে সরকারি স্কুলে ভর্তির আবেদন জমা পড়েছে আসন সংখ্যার প্রায় ৩৩ গুন। চট্টগ্রাম শহরের ১০টি সরকারী স্কুলে আসন সংখ্যা ২ হাজার ৪২৪ টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৭৮ হাজার ৫৯৯টি। আগামী ২৮ নভেম্বর (মঙ্গলবার) সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির কেন্দ্রীয় ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ও ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন জানান, চট্টগ্রাম মহানগরীর ১০ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে সর্বমোট ৭৮ হাজার ৫৯৯টি আবেদন জমা পড়েছে। নগরীর ১০ সরকারি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে ২ হাজার ৪২৪টি আসন রয়েছে। এতে করে প্রতিটি আসনের বিপরীতে ৩২ জনের বেশি শিক্ষার্থী আবেদন করেছে। 

গত ২৪ অক্টোবর সকাল ১১টা থেকে ১৮ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত টেলিটকের মাধ্যমে অনলাইনে এই আবেদন গ্রহণ করা হয়। সারা দেশের সব আবেদন কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। লটারিও হবে কেন্দ্রীয়ভাবে। আবেদনকারীদের মধ্য থেকে লটারি বিজয়ীদের সংশ্লিষ্ট স্কুলে ভর্তির জন্য ফলাফল প্রকাশ করা হবে।

ভর্তির অনলাইন আবেদন বিশ্লেষণ করে জানা গেছে, পঞ্চম শ্রেণিতে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। দশটি সরকারি স্কুলে পঞ্চম শ্রেণিতে মোট আসন রয়েছে ১ হাজার ৫৪৫টি। এর বিপরীতে ৩৯ হাজার ২১১টি আবেদন জমা পড়েছে। ষষ্ঠ শ্রেণিতে আসন রয়েছে ৫০০টি। আবেদন জমা পড়েছে ২৫ হাজার ২৪৫টি। সপ্তম শ্রেণিতে মাত্র ১০টি আসন রয়েছে। এর মধ্যে আবেদন জমা পড়েছে ২ হাজার ৬৭৩টি। অষ্টম শ্রেণিতে ১০টি আসনের বিপরীতে অনলাইনে আবেদন জমা পড়েছে ২ হাজার ৮২৬টি। নবম শ্রেণিতে মোট আসন রয়েছে ৩৫৯টি। আবেদন জমা পড়েছে ৮ হাজার ৩৮৮টি।

ভর্তির জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে। নগরীর অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানে ২৭৪টি আসনের বিপরীতে ১৬ হাজার ২০৩টি আবেদন জমা পড়ে। এছাড়া ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৫৫ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯ হাজার ৭৭৪টি। গভ. মুসলিম হাই স্কুলের ৩৫৯টি আসন রয়েছে। এর বিপরীতে ১২ হাজার ১৫৯টি আবেদন জমা পড়েছে। নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের আসন রয়েছে ২৩৪টি। আবেদন জমা পড়েছে ৯ হাজার ৬৪৪টি। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের আসন রয়েছে ২৩৯টি। বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ হাজার ৭১২টি। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩৯টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯ হাজার ৩৭৭টি। বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৫৭টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭ হাজার ৫৮৫টি। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩৮টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ হাজার ৭৪৬টি। হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ১১৯টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ হাজার ৫৫৪টি। চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ১০টি শূন্য আসনে ভর্তির আবেদন জমা পড়েছে ৪ হাজার ৮৪৫টি।

জানা গেছে, ভর্তির প্রক্রিয়া অনলাইন আবেদনে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে করা হবে। জেলা পর্যায়ে কোনো লটারি হবে না। একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পেরেছিলেন।

শিক্ষা ব্যবস্থাপনায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি - dainik shiksha শিক্ষা ব্যবস্থাপনায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি কারিগরি শিক্ষকদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha কারিগরি শিক্ষকদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় সরকারি কর্মচারীদের ৯ দফা নির্দেশনা - dainik shiksha সরকারি কর্মচারীদের ৯ দফা নির্দেশনা স্কুল-কলেজে বেতন ছাড়া সব ফি বেঁধে দিলো সরকার - dainik shiksha স্কুল-কলেজে বেতন ছাড়া সব ফি বেঁধে দিলো সরকার সব শিক্ষকের স্বার্থ সংরক্ষণ করে বদলির নীতিমালা : সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা - dainik shiksha সব শিক্ষকের স্বার্থ সংরক্ষণ করে বদলির নীতিমালা : সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা ঢাবিতে মুক্তিযোদ্ধা কোটা রেখেই ভর্তি কার্যক্রম - dainik shiksha ঢাবিতে মুক্তিযোদ্ধা কোটা রেখেই ভর্তি কার্যক্রম ক্যামব্রিয়ানের বাশারকে গ্রেফতারের দাবিতে আন্দোলন অব্যাহত - dainik shiksha ক্যামব্রিয়ানের বাশারকে গ্রেফতারের দাবিতে আন্দোলন অব্যাহত শিক্ষক নিবন্ধন ভাইভা: অষ্টম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: অষ্টম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না: ছাত্রদল সম্পাদক - dainik shiksha ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না: ছাত্রদল সম্পাদক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক please click here to view dainikshiksha website Execution time: 0.0031461715698242