এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে ৩৫ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন সারাদেশের ১৩০ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে রোববার বিকেলে এসব তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
রোববার চতুর্থ দিনে নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের গণিত পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালের ইংরেজি-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল দশটায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে পরীক্ষা।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। চতুর্থ দিনে বুধবার পরীক্ষা ছিলো ১৯ লাখ ৪৩ হাজার ৪৬৩ জনের। এদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৫৯৮ জন। অনুপস্থিত ছিলেন ৩৫ হাজার ৮৬৫ জন। ১৮ হাজার ৬০৬ জন এসএসসি পরীক্ষার্থী, ১৩ হাজার ৮৭০ জন দাখিল পরীক্ষার্থী এবং ৩ হাজার ৩৮৯ জন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী চতুর্থ দিনের পরীক্ষা দেননি।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনের এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৫ লাখ ১৯ হাজার ৪৭৪ জন, দাখিল পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৭২ হাজার ৭৩৬ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৫ হাজার ৩৮৮ জন।
জানা গেছে, নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ৪ হাজার ৮৫০ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৮২৮ জন, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৩৪২ জন, যশোর বোর্ডের ২ হাজার ২৯ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৯৫৮ জন, সিলেট বোর্ডের ১ হাজার ১৫০ জন, বরিশাল বোর্ডের ১ হাজার ১৯৩ জন, দিনাজপুর বোর্ডের ২ হাজার ১৪৪ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ১১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে রোববার বহিষ্কৃত হয়েছেন ১৩০ জন। এদের মধ্যে এসএসসি পরীক্ষার বহিষ্কার হয়েছেন ৯৪ জন পরীক্ষার্থী। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা বহিষ্কৃত হয়েছেন ২৭ জন। আর এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ৯ জন পরীক্ষার্থী।
এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১৭ জন, কুমিল্লা বোর্ডে ১৪ জন, চট্টগ্রাম বোর্ডে ২ জন, সিলেট বোর্ডের ১ জন, বরিশাল বোর্ডে ১৬ জন, দিনাজপুর বোর্ডে ১২ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৩২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপর কুমার সরকার জানিয়েছেন, সন্তোষজনকভাবে রোববার সব বোর্ডেই এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল সোমবার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের আকাইদ ও ফিকহ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আগামী মঙ্গলবার নয়টি সাধারণ বোর্ডের এসএসসির গণিত পরীক্ষা এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের গণিত-২ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।