দৈনিকশিক্ষাডটকম, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে অনলাইনে শুরু হওয়া এ আবেদন চলবে ১৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত।
এবার ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং রাজশাহী বিভাগীয় শহরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। একই সময় ও তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনি ক্যাম্পাসে। তবে বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
আবেদনকারী শিক্ষার্থী কোনো বিভাগীয় শহরে পরীক্ষা দিতে ইচ্ছুক আবেদনের সময় ইউনিট বা উপ-ইউনিটে ১ম, ২য় ও ৩য় পছন্দের অপশন অর্থাৎ ৩টি কেন্দ্রের সবগুলো পছন্দ অনুযায়ী সঠিকভাবে নির্বাচন করতে হবে। ২০২০ খ্রিষ্টাব্দের মাধ্যমিক-দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২২ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক-আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে মাধ্যমিক-দাখিল বা সমমান এবং উচ্চমাধ্যমিক-আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কেটে মেধাতালিকা প্রস্তুত করা হবে।
চবির একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এসএম আকবর হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।